গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, ৩ পাহারাদার গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, ৩ পাহারাদার গ্রেপ্তার

নিউজ ডেস্ক : পিরোজপুরের স্বরূপকাঠিতে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো তৈয়ব আলী (৬০), মো. শহিদুল ইসলাম (৩৫) ও মো.সাইফুল (৪৫)। অভিযুক্ত তিনজন মিয়ারহাট বন্দরের পাহারাদার। এ ঘটনায় মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার ওই নারী তিনজনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মঙ্গলবার ভিকটিম ওই গার্মেন্টসকর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে এবং গ্রেপ্তারকৃত আসামিদের পিরোজপুর আদালতে পাঠিয়েছে ।

 

মামলা সুত্রে জানা গেছে, ওই গার্মেন্টসকর্মী সোমবার রাতে ঢাকা থেকে স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গয়েশকাঠির বাড়িতে যাচ্ছিলেন। মাঝ রাতে পথে স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বন্দরে পৌছুলে বন্দরের পাহারাদার তৈয়ব আলী তাকে একা পেয়ে বাংলা ফুড বিরিয়ানি হাউজের পাশে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এ সময় অন্য দুই পাহারাদার শহিদুল ও সাইফুল সহযোগিতা করে পাহারা দেয়। পরে ঐ নারী টহলরত পুলিশকে ঘটনাটি জানানোর পর পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

 

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন