ফের দুঃসংবাদ পেলেন সাকিব

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

ফের দুঃসংবাদ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৯ ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে অবিক্রিত থেকে গেছেন এই অলরাউন্ডার।

 

প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে নাম ছিল টাইগার পেসার মোস্তাফিজুর রহমানেরও। এই দুই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরাও দল পাননি।

 

সম্প্রতি বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। তাই শুধু ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। শুধু ব্যাটার হিসেবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি সাকিবের। এবার পিএসএলেও পেলেন না দল।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পিএসএলে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেট। সিলভার ক্যাটাগরি থেকে লিটন দাসকে করাচি কিংস ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে লাহোর ক্যালান্দার্স দলে ভেড়া। এছাড়া গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তাকে দলে টেনেছে পেশোয়ার জালমি।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন