প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফট আজ সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে। এই ড্রাফটে বাংলাদেশের পেসার নাহিদ রানা প্রথমে দল পেয়েছেন। এরপর দল পেয়েছেন ব্যাটার লিটন দাস এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।
গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানা পেশোয়ার জালমি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন দাসকে দ্বিতীয় রাউন্ডে করাচি কিংস দলে নিয়েছে। একই ক্যাটাগরিতে রিশাদ হোসেনকে তৃতীয় রাউন্ডে লাহোর ক্যালান্দার্স দলে ভিড়িয়েছে।
পিএসএলের এবারের ড্রাফটে বাংলাদেশের ৩০টিরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে ৮ জন ক্রিকেটার রয়েছেন—সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান এবং তাওহিদ হৃদয়। তবে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
ডায়মন্ড ক্যাটাগরির তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় এবং হাসান মাহমুদও দল পাননি। তবে তাদের জন্য এখনো সুযোগ রয়েছে, কারণ ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের দলে নিতে পারে।
প্লাটিনাম ক্যাটাগরির প্রথম রাউন্ডে ড্যারিল মিচেল লাহোর ক্যালান্দার্সে, ডেভিড ওয়ার্নার করাচি কিংসে, মার্ক চাপম্যান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে, টস কোহলার-কাডমোর পেশোয়ার জালমিতে, মাইকেল ব্রেসওয়েল মুলতান সুলতানসে এবং ম্যাথু শর্ট ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দিয়েছেন।
ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফাহিম আশরাফকে কোয়েটা এবং আব্বাস আফ্রিদিকে করাচি কিংস দলে নিয়েছে। এছাড়া কোয়েটা ফিন অ্যালেন এবং করাচি অ্যাডাম মিলনেকে দলে ভিড়িয়েছে।
ডায়মন্ড ক্যাটাগরিতে করাচি কিংসে যোগ দিয়েছেন খুশদিল শাহ, পেশোয়ার জালমিতে করবিন বশ, ইসলামাবাদে জেসন হোল্ডার, লাহোরে কুশল পেরেরা এবং পেশোয়ারে মোহাম্মদ আলি। এরপর আসে গোল্ড ক্যাটাগরির ডাক। এই রাউন্ডে নাহিদের পাশাপাশি আবদুল সামাদ, মোহাম্মদ হাসনাইন, বেন ডোয়ারহুইস, আমের জামাল এবং কামরান গুলামও দল পেয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest