প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে না হতেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ প্রত্যেকটি প্রদেশে চলছে ধর পাকড়। তাদের ধরতে ভিন্ন ভিন্ন নামে চলছে পুলিশি অভিযান। এতে কঠিন সময় পার করছেন দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ প্রবাসীরা।
অভিবাসন বিভাগ বলছে, স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে বিদেশিরা অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছে। এখন থেকে পুলিশের ফোকাস বিদেশিদের নিয়ন্ত্রিত এলাকায় থাকবে। এই বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ রোধে সমন্বিত অভিযান সময়ে সময়ে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অন্তত সাতশ’র বেশি অবৈধ প্রবাসীদের আটক করা হয়েছে। এর মধ্যে অন্তত আড়াই শতাধিক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। ১০ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরে পেটালিং স্ট্রিটে অভিযান চালিয়ে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক ইমিগ্রেশন বিভাগ।
বিদেশি নাগরিকরা অবৈধ পণ্য বিক্রির একটি হটস্পট এলাকায় ইমিগ্রেশন বিভাগ ‘কেএল স্ট্রাইক ফোর্স’ নামের অভিযানের মাধ্যমে অভিবাসীদের আটক করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে ৭৭ বিদেশী নাগরিককে তল্লাশি করা হয়। এই সংখ্যার মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, এমন ৩৪ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ২৬ বাংলাদেশি, চার মায়ানমারের, দুজন পাকিস্তানি এবং মরিশাস ও নেপালের নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫৫ বছরের মধ্যে।
সৌপি ওয়ান বলেছেন, পাসের অপব্যবহার, তাদের কাছে বৈধ অস্থায়ী কাজের ভিজিট পাস এবং ওয়ার্ক পারমিট ছিল। কিন্তু তারা তাদের নির্ধারিত স্থানে বা তাদের প্রকৃত নিয়োগকর্তাদের সঙ্গে ছিল না।
ওয়ান মোহাম্মদ সৌপি আরও বলেন, যারা তাদের পাসের অপব্যবহার করেছেন তাদের বেশিরভাগই নির্মাণ পাস, পরিষ্কার ও ধোয়ার সেক্টর পাস এবং অন্যান্য অনুরূপ সেক্টর পারমিটের ধারক ছিলেন।
এই বিদেশী নাগরিকদের নিয়োগকারী প্রাঙ্গণগুলোতেও পরিদর্শন করা হয়েছিল এবং চারজন স্থানীয় ব্যবসা মালিককে জরিমানা করা হয়েছে।
অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বিদেশিদের জন্য একটি পছন্দের গন্তব্য। কৌশলগত ভৌগলিক অবস্থান, দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝামাঝি এবং সেইসাথে ভাল পরিবহণ সুবিধা, মালয়েশিয়াকে এই অঞ্চলে শ্রম গতিশীলতার প্রধান প্রবেশদ্বার করে তোলে।
দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মিলিত হয়ে, মালয়েশিয়া দ্রুত বর্ধনশীল খাতে যেমন নির্মাণ, বৃক্ষরোপণ, উত্পাদন এবং পরিষেবাগুলিতে বিভিন্ন কাজের সুযোগ প্রদান করে।
এই কারণগুলো মালয়েশিয়াকে বিদেশি কর্মীদের জন্য প্রধান আকর্ষণ করে তোলে যারা তাদের মূল দেশের তুলনায় উন্নত জীবন এবং আরও কাজের সুযোগ খুঁজতে আসে। এই বিদেশিদের উপস্থিতি চ্যালেঞ্জ নিয়ে আসে যা উপেক্ষা করা যায় না।
যদিও মালয়েশিয়া সমালোচনামূলক খাতে বিদেশি শ্রম অবদানের সুবিধা ভোগ করে, বিদেশি অভিবাসীদের আগমন, বিশেষ করে যাদের বৈধ কাগজপত্র নেই, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সমস্যা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে অভিবাসন আইন মেনে না চলা, শ্রমিকদের শোষণের পাশাপাশি বিদেশি ও স্থানীয় নাগরিকদের মধ্যে সামাজিক উত্তেজনা।
মালয়েশিয়ায় বিদেশি অভিবাসী ইস্যুতে গভীর মনোযোগ এবং একটি সামগ্রিক সমাধান প্রয়োজন, যাতে দেশের অর্থনীতির চাহিদা এবং স্থানীয় সম্প্রদায়ের কল্যাণের মধ্যে ভারসাম্য আরও কার্যকরভাবে অর্জন করা যায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest