প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারির শেষভাগে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এখনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়নি। অথচ এর মধ্যেই প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নতুন বছরের শুরু থেকেই ক্রিকেট মাঠে ব্যস্ত সময় কাটবে ইংল্যান্ডের। জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডের দুটি সিরিজ খেলার কথা রয়েছে দলটির।
ভারতে ব্যস্ততা শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে জস বাটলারের দল।
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় চমক বেন স্টোকসের না থাকা। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই অলরাউন্ডারকে দলে না রাখার ব্যাখ্যায় বাটলার বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাঁকে বিবেচনা করা হয়নি।’
এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়েছে জো রুটের। এছাড়া ২০২৩ সালের পর একটি ওয়ানডেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন ৫০ ওভারের ক্রিকেটে।
ইংল্যান্ডের ভারত সফরের ওয়ানডে ও চ্যাম্পিয়নস ট্রফির দল
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, রেহান আহমেদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest