বিধবা মহিলার সম্পত্তি আত্নসাতের অভিযোগে থানায় মামলা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৪

বিধবা মহিলার সম্পত্তি আত্নসাতের অভিযোগে থানায় মামলা

1

অনলাইন ডেস্ক : দক্ষিন সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের মৃত ছিফত আলীর স্ত্রী সাইদা বেগম (৩৬) এর সম্পত্তি আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল দক্ষিণ সুরমা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়।

8

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আসামীগন সাইদা বেগম এর স্বামীর পূর্ব পরিচিত হওয়ার সুবাদে সাইদা বেগমের স্বামী জীবিত থাকাবস্থায় আসামীগণের দোকান হইতে মালামাল বাকীতে ক্রয় করিতেন। সেই সুবাদে আসামীগণের সাথে সাইদা বেগমের স্বামীর পরিচয় থাকায় আসামীগণ সাইদা বেগমের বাড়ীতে আসা যাওয়া করিত। সেই সুবাদে ১নং আসামী সাইদা বেগমের সাথে সম্পর্ক গড়ে তুলে। একপর্যায়ে ১নং আসামী সাইদা বেগমকে কুপ্রস্তাব দিলে সাইদা বেগম তাহাতে রাজী না হলে আসামী সাইদা বেগমকে ধর্ষনের চেষ্টা করে।

 

8

পরবর্তীতে এ ঘটনা নিয়ে স্থানীয় বিচার সালিশ হইলে আসামীগণ বিচার সালিশ না মানিয়া সাইদা বেগমের স্বামীর নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পাবে বলে দাবী করে বিচার সালিশ না মেনে সাইদা বেগমকে হুমকি দিয়া বলে যে, আমার ৫০০০০০/- টাকা দিবে নতুবা তোর স্বামীর রেখে যাওয়া সম্পত্তি আমাদের নামে রেজিষ্ট্রি করে দিবে এই কথা বলে আসামীগন চলে যায়। এমতাবস্থায় সাইদা বেগম আসামীগণের ভয়েভীত হয়ে মানসিক নির্যাতন সহ্য করিতে না পেরে নিরুপায় হইয়া বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যাহা থানার মামলা নং-৩৬, তারিখ- ৩০-০৫-২০২৪ ইং ।

 

7

এদিকে বৃস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ সুরমা থানার ওসি মহোদয় বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আসামিরা হলেন: ১। মিনহাজ আহমদ (৪০) (দোকানদার), ২। মঈন উদ্দিন (৩৫), ৩। আবদুল মুহিত (৩১), সর্ব পিতা-মাসুক মিয়া, সাং- বরইকান্দি, পোঃ সিলেট-৩১০০, ২৮নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট গং ।

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4