প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্ক : বিশিষ্ট সাহিত্যিক, লেখক অধ্যক্ষ কবি কালালম আজাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি তাঁর অনুপম চরিত্র মাধুর্যের মাধ্যমে গোটা বিশ্বকে দিয়েছেন সুমহান আদর্শ। তাঁর আদর্শে তৈরী হয়েছে একটি সুন্দর পৃথিবী।
সমাজকে সুন্দর করতে সর্বস্তরে মহানবীর আদর্শ বাস্তবায়ন খুবই জরুরি। আমাদের উচিত প্রিয়নবী (সা.) এর আদর্শে আমাদের সমাজ বির্নিমান করা। তিনি শিশুদেরকে রাসুল (সা.) এর নৈতিক শিক্ষা প্রদানে অভিভাবকদের আহবান জানান। শনিবার নগরীর উপশরস্থ মদিনা একাডেমি সিলেট’র উদ্যোগে মাহে রবীউল আউয়াল উপলক্ষে ‘সীরাত মাহফিল’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মদিনা একাডেমি সিলেট’র প্রিন্সিপাল মুহাম্মদ উসমান গণি এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমানরে পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু ছালেহ মো. কতুবুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার, মাসিক পরওয়ানার সহ- সম্পাদক মনজুরুল করিম মহসিন, দারুল আযহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, স্কলার্স হোম মেজরটিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা ফয়সল আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, আবু ছালাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক জাকারিয়া আরফিন ফয়সল, আজিজুল হক চৌধুরী, এস এম আবু সারওয়ার, আব্দুল মালেক খান শাফি, এস এম জাকারিয়া, আব্দুস সালাম, মারজান আহমদ, মুরাদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, মদিনা একাডেমীর শিক্ষক রিমা আক্তার, আহমদ কবির সামস, মো. এবাদুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান ইকবাল, জিনাত জাহান হক, লাভলী রানী ঘোষ, শামিমা আক্তার চৌধুরী, মো: নোমান উদ্দিন, আব্দুল্লাহ আল আবিদ, লিলি বেগম, জান্নাতি ফেরদৌস জে্যুাতি, এস এন জান্নাতি চৌধুরী, সাব্বির হোসেন প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest