প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৪
নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন থানায় মোট ২৮টি নাশকতার মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে সিলেটে ১১টি, মৌলভীবাজারে ৬টি, সুনামগঞ্জে ৫টি ও হবিগঞ্জে ৬টি মামলা হয়েছে। এসব মামলায় বিভাগজুড়ে ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সিলেটে ১১টি মামলা হয়েছে। এর মধ্যে কোতয়ালী থানায় ৬টি, জালালাবাদ থানায় ৪টি, দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের হয়। এই ১১ মামলায় ২৪৪ জন এজহারনামীয় ও প্রায় ১৭ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি রয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ১৪২ জন। চলমান অস্থিরতায় সিলেটে মৃত্যু হয়েছে ২ জনের।
সিলেটের মৌলভীবাজারে মামলা হয়েছে ৬টি। এসব মামলায় রবিবার (২৮ জুলাই) গ্রেফতার ১৪ জন।
সুনামগঞ্জে মামলা হয়েছে ৫টি। ৫ মামলায় আসামি করা হয়েছে ৫৬ জনকে। এখন পর্যন্ত গ্রেফতার ১ জন।
হবিগঞ্জে মামলা হয়েছে ৬টি। এখন পর্যন্ত এসব মামলায় গ্রেফতার ২৭ জন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest