পিকাসো টাইলসের যাত্রা শুরু

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মে ৫, ২০২৪

পিকাসো টাইলসের যাত্রা শুরু

6

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (২ মে) রাজধানীর হোটেল রেডিসন ব্ল তে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের নব সংযোজন টাইলস জগতের নতুন ব্র্যান্ড পিকাসোর অভিষেক অনুষ্ঠিত হয়ে গেল। পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তির নান্দনিক সৃজনশীলতায় পূর্ণ পিকাসো টাইলস।

 

Dealer Meet Event & Discover Picasso শিরোনামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুজ্জামান ভূঁইয়া।

7

 

পিকাসো উদ্বোধনকালে রফিকুজ্জামান ভূঁইয়া পরিবেশবান্ধব ‘পিকাসো’ ব্র্যান্ডটির নান্দনিক ডিজাইন ও এর গুণগতমানের ওপর আলোকপাত করেন। এছাড়া ডিলারদের উদ্দেশে তিনি বলেন, ‘উন্মুক্ত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা সাফল্য অর্জনের চাবিকাঠি’। এক্ষেত্রে তিনি সুচিন্তিত পরামর্শ চেয়েছেন।

 

5

এতে আরও বক্তব্য দেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার সৈয়দ আলী আবদুল্লাহ জামীর।

 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- চিফ ফিন্যান্সিয়াল অফিসার আহমেদ মোনাব্বি, ডিরেক্টর সাদাদ রহমান ও জেনারেল ম্যানেজার হামিদুর রহমান।

3

 

পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ও টপ পারফরমার ক্যাটাগরিতে ডিলারদের অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন ও আঁখি আলমগীর গান পরিবেশন করেন। র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

5

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4