সানজিদাকে আইফোন উপহার দিলেন তিনি

প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

সানজিদাকে আইফোন উপহার দিলেন তিনি

2

অনলাইন ডেস্ক : আইফোন কেনার জন্য ৪০০ মার্কিন ডলার জমিয়েছিলেন সাফজয়ী তারকা সানজিদা আক্তার। হিমালয় জয় করে দেশে ফেরার পথে ওই ডলার সতীর্থ কৃষ্ণা রানী সরকারের লাগেজে রাখেন।

 

আর সেই লাগেজের তালা ভেঙে সানজিদার জমানো ডলারসহ মোট ৯০০ ডলার নিয়ে যায় চোর। যে খবর নিয়ে এখনো তোলাপাড় চলছে ক্রীড়াঙ্গনে।

তবে চুরি গেলেও সানজিদাকে হতাশ করেননি বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।

1

 

2

তাকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে আইফোনের সর্বশেষ ভার্সনটি কিনে দিয়েছেন কিরণ।

 

2

মেয়েদের হারানো ডলার ও অর্থ না পাওয়া যাওয়ায় তাদের শনিবার ক্ষতিপূরণ দিয়েছেন কিরণ। যেখানে সানজিদার স্বপ্নের আইফোনটিও ছিল।

সানজিদা

1

মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘ওদের যে পরিমাণ অর্থ চুরি হয়েছে সেটার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে আরও বেশি দেওয়া হয়েছে। কারণ, ওরা ছোট মানুষ। মন খারাপ হয়েছিল। আর সানজিদাকে আইফোন কিনে দিয়েছি। ’

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5