প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে সিলেটে

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে সিলেটে

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। আলিয়া মাদরাসা মাঠে ঠাঁই না পেয়ে অনেকে দাঁিড়য়েছেন বিভিন্ন রাস্তায়। এমনকি বাসা-বাড়ির ছাদেও দেখা যাচ্ছে ভক্ত অনুরাগীদের।

 

আজ বুধবার ( ২০ ডিসেম্বর) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল আওয়ামী লীগের প্রথম জনসভা।

 

দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে সভাটি শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে জনতার ঢল নামে। সবার গন্তব্য ছিলো আলিয়া মাদরাসা মাঠ অভিমুখে।

 

বিকেল ৩টার দিকে বিশাল আলিয়া মাদরাসা মাঠ লোকেলোকারণ্য হয়ে পড়ে। অবস্থা এমন দাঁড়ায়, যেনো মনে হচ্ছিল তিল ধারনেরও ঠাঁই নেই।

 

এসময় চৌহাট্টা থেকে রিকাবিবাজার সড়কেও দশনার্থীরা দাঁড়িয়ে পড়েন। আশাপাশের চৌহাট্টা রিকাবিবাজার পয়েন্ট দরগা গেইট, দরগা মহল্লার ছোটো বড়ো প্রায় সব সড়কেই অবস্থান নেন আওয়ামী লীগ নেতা-কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ।

 

চৌহাট্টা, দরগামহল্লার বিভিন্ন বাসা-বাড়ির ছাদেও অবস্থান নেন অনেক নারী পুরুষ এবং শিশুরা।