প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সরকারের বিভিন্ন উন্নয়ন সচিত্র প্রতিবেদন কুলাউড়া উপজেলার সকল ইউনিয়নের গ্রামেসমূহে উঠান বৈঠকের মাধ্যমে নারী সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান।
গত ১৮ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে, ১৯ সেপ্টেম্বর তিলকপুর চা বাগান, ২০ সেপ্টেম্বর নমুজা গ্রামে নারী সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী হয়। স্থানীয় নারী ও শিশু কিশোরীরা অনুসঠান উপভোগ করেন। এই উঠান বৈঠকগুলো সফল করতে শরীফপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্যা পারভিন আক্তার, নিপা রানী দাস ও অর্পণা রায় সার্বিক সহযোগীতা করেন।
এর মাধ্যমে গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদান তুলে ধরা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এই সদস্য জানান ধারাবাহিকভাবে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন চিত্র আমরা হাটে বাজারে প্রচার করেছি। ইতিমধ্যে উপজেলাব্যাপী শতাধিক রোডশো অনুসঠীত হয়েছে, সেখানে মূলত পুরুষরাই অংশগ্রহণ করেছেন ।
তাই এবার আমরা উদ্যোগ নিয়েছি শেখ হাসিনার উন্নয়ন বার্তা প্রান্তিক নারীদের কাছেও পৌছে দেবার। উঠান বৈঠকগুলো নারীদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং সামাজিক বন্ধনও সুদৃঢ় হচ্ছে। এমাসের ২৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, এই ভিডিও প্রদর্শনীর মাধ্যমে তাকেও সম্মান জানানো হচ্ছে।
সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল বিভিন্ন প্রোপাগাণ্ডার মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষদের বিভ্রান্ত করছে, তাদের অপতৎপরতার জবাবেই এই রোডশো। পর্যায়ক্রমে কুলাউড়া উপজেলার সকল ইউনিয়নে এই নারী সমাবেশ ও উঠান বৈঠকে আলোকচিত্র প্রদর্শনী করা হবে।
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest