ওয়াগনারের নতুন প্রধান হতে পারেন ‘ধূসর চুল’

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

ওয়াগনারের নতুন প্রধান হতে পারেন ‘ধূসর চুল’

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের নতুন প্রধান হিসেবে আন্দ্রে ট্রোশেভ নামে একজন সিনিয়র ভাড়াটে যোদ্ধার নাম প্রস্তাব করেছেন। ওয়াগনারের সঙ্গে বৈঠকে তিনি এ নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছেবে রাশিয়ার কমার্স্যান্ট পত্রিকা।

 

গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর থেকে পুতিন ওয়াগনারের সিনিয়র যোদ্ধাদের সঙ্গে এর নেতা ইয়েভজেনি প্রিগোজিনের মধ্যে বিভক্তি তৈরি করেছেন বলে মনে হচ্ছে। অন্তত কমার্স্যান্টের প্রতিবেদনে সেই বিষয়টিতেই ইঙ্গিত দিচ্ছে।

 

পত্রিকাটি জানিয়েছে, জুনের শেষে ওয়াগনার বিদ্রোহের অবসানের পাঁচ দিন পরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৈঠক করেছিলেন। ওই বৈঠকে প্রিগোজিন এবং কয়েক ডজন সিনিয়র ওয়াগনার যোদ্ধা উপস্থিত ছিলেন।

পুতিন বৈঠকে যোদ্ধাদের জানিয়েছেন, তিনি তাদের একাধিক কর্মসংস্থানের প্রস্তাব দিচ্ছেন। এগুলোর মধ্যে একটি হচ্ছে, তারা সরাসরি কমান্ডারের অধীনে লড়াই চালিয়ে যাবে। ওই কমান্ডারের ডাক নাম ‘সেডয়’ যার অর্থ ‘ ধূসর চুল’। নতুন নেতৃত্বে লড়াই চালিয়ে গেলে ওয়াগানার যোদ্ধার সুযোগ-সুবিধার কোনো পরিবর্তন হবে না। বরং তারা একই ব্যক্তির নেতৃত্বে থাকবে যিনি তাদের প্রকৃত কমান্ডার ছিলেন।

 

পুতিনের এই প্রস্তাবে ওয়াগনারের সিনিয়র যোদ্ধারা ইতিবাচক সাড়া দিয়েছেন।

 

সিএনএন জানিয়েছে, সেডয় হচ্ছেন সেই ব্যক্তি যার ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্সের নিষেধাজ্ঞা রয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত কর্নেল এবং ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। তার প্রকৃত নাম আন্দ্রে ট্রোশেভ। সিরিয়ায় ওয়াগনার গ্রুপ অপারেশনের প্রধান হিসাবে ট্রোশেভ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৫৩ সালের এপ্রিলে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন