বাংলাদেশকেই ফেভারিট বলছেন জ্যোতি

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

বাংলাদেশকেই ফেভারিট বলছেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের চোখ এখন ওয়ানডে সিরিজে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে আসেন নিগার সুলতানা জ্যোতি। সেখানে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, ওয়ানডে সিরিজ জিততে মুখিয়ে আছে তার দল।

 

জ্যোতি বলেন, ‘সেটা তো অবশ্যই (আগের দলগুলোর চেয়ে এবার ভালো)। এক হচ্ছে ঘরের মাঠে খেলা। আরেকটা হলো শেষ ম্যাচ জেতার কারণে পুরো দল ইতিবাচক হয়ে আছে। সবাই অনেক বেশি বুস্ট আপ একটা এনার্জিতে আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অবশ্যই নির্দিষ্ট দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

 

‘আমরা যদি কালকে ভুল কম করি, যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি। যে ছোট ছোট ভুলগুলো আমরা করছি, যেগুলো নিয়ে কথা বলছি সবসময়। কোচিং স্টাফরা আমাদের সঙ্গে কথা বলছে। যখন আমরা অনুশীলন করি, সময় নিয়ে কথা বলে বলে ধরিয়ে দেওয়া হচ্ছে বিষয়গুলো। সবসময় দেখছি জুটির একটা ঘাটতি থাকে। এ জিনিসগুলো যদি ১০-১৫ শতাংশ উন্নতি করতে পারি, ভালো ক্রিকেট আসবে।’

 

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে ভালো দল দাবি জ্যোতির, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি দেখা যায়। হিসেব কষে খেলা যায়। আর আমাদের যেহেতু লম্বা একটা ব্যাটিং লাইন-আপ আছে, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাবই আমাদের সবার থাকবে।’

 

এ ম্যাচে ফেভারিট কারা? এমন প্রশ্নে অধিনায়ক জ্যোতির উত্তর, ‘বাংলাদেশকে ফেভারিট মনে করি কারণ শেষ ম্যাচটা আমরা জিতেছি। ফরম্যাট বদলে যাক অথবা যাই হোক, আমি আমাদের এগিয়ে রাখবো।’

 

‘আমার কাছে মনে হয় ভারতের চেয়ে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখেন, আমার কাছে মনে হয় আমাদের ব্যাটাররা উইকেটকে ভালো পড়তে পেরেছে। এবং সে অনুযায়ী শট খেলেছে। এই ধরনের উইকেটে একটু সময় নিয়ে খেলতে হবে। টি-টোয়েন্টিতে সময় ওভাবে পাবো না। কিন্তু ওয়ানডেতে সময় ও সুযোগ থাকবে। আমরা এভাবেই কথা বলছি ব্যাটাররা যত সময় থাকতে পারে। ওখানে থাকতে হবে এবং অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’-যোগ করেন জ্যোতি।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন