প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২২
নিউজ ডেস্ক : চলতি বছরটি বলিউডের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। দক্ষিণ ভারতীয় সিনেমা যেখানে দাপট দেখাচ্ছে, সেখানে একের পর এক হিন্দি সিনেমা ফ্লপ হচ্ছে।
আমির খান ও অক্ষয় কুমারের মতো তারকাদের সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
এমন পরিস্থিতিতেও দারুণ ব্যবসা করেছে তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী কিয়ারা আদবাণীর ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমাটি।
প্রেক্ষাগৃহে সাড়া ফেলে দেয় এই জুটি। এবার তারা হাজির হতে যাচ্ছেন নতুন সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’ নিয়ে।
গানে গানে প্রেমের গল্প বলবে এই সিনেমা। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সমীর বিদ্বানস এটি নির্মাণ করেছেন। এরই মধ্যে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
মিউজিক্যাল রোম্যান্টিক সিনেমাটি ২০২৩ সালের ২৯ জুন মুক্তি পাবে। সামাজিক মাধ্যমে প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন ‘সত্যপ্রেম কি কথা’র মুক্তি তারিখটি জানিয়েছে।
চলতি বছরের শেষের দিকে ‘সত্যপ্রেম কি কথা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও এরপরে কিয়ারা আদবাণীকে দেখা যাবে ‘গোবিন্দা নাম মেরা’ সিনেমায় ভিকি কৌশল ও ভূমি পেডনেকরের সঙ্গে। অন্যদিকে কার্তিক আরিয়ান আসতে চলেছেন কৃতি শ্যাননের বিপরীতে ‘শেহজাদা’ সিনেমায়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest