প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সিলেট দক্ষিন সুরমা উপজেলা ৮ নং মোগলাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জমকালো আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক আয়োজিত ২য় আন্তগ্রাম ক্রিকেট টুনামেন্ট ২০২৩ এই খেলার আয়োজন করে। শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে ২য় আন্তগ্রাম ক্রিকেট টুনামেন্ট ইলেভেন স্টার রায়বান বনাম প্রগতি ক্রিকেট মু্ক্তির চক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় । খেলায় প্রথম পুরুস্কারের অধিকার ইলেভেন স্টার রায়বান।

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক

ম্যাচটি সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন Sylhet24Express পেইজে ।

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক

মার মার কাট কাট খেলায় ইলেভেন স্টার রায়বান আগে ব্যাট করে নির্ধারিত 14 ওভারে 169 রান করে। বিশাল এই স্কোরের নিচে চাপ পড়ে প্রগতি ক্রিকেট মু্ক্তির চকবের ইনিংস বেশি দূর এগোয়নি।

এই আয়োজন ঘিরে তরুণ ক্রীড়ামোদীদের মেলা বসে মু্ক্তির চক মাঠে । খেলা দেখতে বিকালে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক

সবশেষে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইলেভেন স্টার রায়বান ও রানারআপ দল প্রগতি ক্রিকেট মু্ক্তির চক করেন অতিথিদের কাছ থেকে।

খেলায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা সাবেক ছাত্র লীগের সহ-সভাপতি ও মোগলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, একটা সমস্যা কারণে তিনি আশতে পারেন নি, বিশিষ্ট সমাজ সেবক বসির আহমদ বাবলু সভাপতিত্ব করেন ।

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক

বিশেষ অতিথি ছিলেন-প্যানেল চেয়ারম্যান ও মেম্বার ৪নং ওয়ার্ড রোমেল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক ও ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আইয়ুব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাসান রাইটর, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীন,।

 

এছাড়া আর উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুল মালিক, সালেহ আহমদ, জামাল উদ্দিন, আলী জুনেদ আহমদ, সহ অসংখ্য মুরব্বী, যুব সমাজ ও ক্রিকেট প্রেমি দর্শক।

প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক প্রগতি ক্রিকেট ক্লাব মুক্তিরচক

 

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন