প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫
স্টাফ রিপোর্টার : ডিজিটাল প্রতারক চক্রের মূল হোতার নাম মো. সাইফুল ইসলাম, পেশাই তার প্রতারণা করা, পুরো ঢাকা সহ দেশ জুড়ে রয়েছে বিশাল প্রতারক চক্র। দেশের অসহায় গরীব, মেহনতী মানুষকে ঠগিয়ে নি:শ্ব করে দিয়েছে এই প্রতারক চক্র। ঢাকা মতিঝিল ১০৭ (খান ম্যানশনের ৩য় তলা বসে) বিকাশ অ্যাপসের মাধ্যমে পুরো দেশে করেছে প্রতারণা। সে কখনও চ্যানেল সিএনএন বাংলা ও চ্যানেল ২৬ এর চেয়ারম্যান, আবার কখনও দৈনিক বিকেল বার্তা পত্রিকার সম্পাদক। ওই সব অনিবন্ধনকৃত মিডিয়া পুরো দেশ জুড়ে প্রতিনিধি নিয়োগের নামে অন্তরালে এজেন্ট দিয়ে থাকা হয় বিকাশ প্রতারনার চক্রের সদস্যদের।
বিশেষ করে সিলেটের রয়েছে সাইফুরের বড় চক্র সদস্য তার হচ্ছে ছিনতাইকারী আব্দুল আলিম রানা ওরফে সম্বু রাণা, মলম পার্টির সর্দার কামরুল হাসান জুলহাস, যুব মহিলা লীগ নেত্রী লাকি আক্তার ওরফে লাকি আহমেদ। ওরা ভয় দেখিয়ে বা ভূয়া তথ্য দিয়ে গোপন পিন নম্বর নিয়ে সাধারণ মানুষের বিকাশের টাকা হাতিয়ে নিত। এমন কী নিজেদেরকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে নিম্নপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নিজস্ব বিকাশ এজেন্টদের নম্বর সংগ্রহ করে তাদেরকে ফোন করে জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বলে ও টাকা ধার দিতে বলে। এমন কী বদলির ভয় দেখিয়েও তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করত এই প্রতারক চক্রের সদস্যরা।
ইতিপূর্বে র্যাব, পুলিশ, সিআইডি সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গ্রেফতার করে এসব চক্রের সদস্যদের অনেককে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোনসেট ও ২৪টি সিম জব্দ করা হয়। বেশির ভাগ গ্রেফতারকৃতরা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানের সাধারণ বিকাশ এজেন্টদের কাছ থেকে লেনদেনের তথ্য সংগ্রহ করে। ভূয়া নাম-ঠিকানা দিয়ে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল সাধারণ মানুষের কাছে নিজেদের বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয়। স্মার্টফোনে বিকাশ অ্যাপস ব্যবহার করে সাধারণ লোকজনের বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এই ভয়ংকর বিকাশ প্রতারক চক্র সাইফুল গ্যাং।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest