প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
নিউজ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আব্দুর রকিবের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। ২ অক্টোবর ২০২৫ইং রাত অনুমান রাত ১১ঘটিকার সময় গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। আব্দুর রকিবের পুত্র শাহরিয়ার আহমদকে গ্রেফতারের জন্য পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায় গোলাপগঞ্জ থানায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু আছে।
শাহরিয়ার আহমদ যুক্তরাজ্যে বসবাস করায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। শাহরিয়ার আহমদ এর পিতার সাথে যোগাযোগ করলে তিনি জানান, তাহার ছেলের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় আদালত থেকে সাজা প্রদান করায় পুলিশ তাকে গ্রেফতার করতে এসেছিল। মূলত মিথ্যা মামলার সাজা থাকলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ইন্ধনে তাহার বাড়িতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। আমার ছেলেকে না পেয়ে আমাকে প্রাণনাশ হুমকি দিয়ে বলে যায় ব্যবসা করছ কি ভাবে দেখেনিব ও তোর ছেলেকে যদি পাই তাহলে প্রকাশ্য হত্যা করব। পুলিশ সাথে আশা বিএনপির নেতাকর্মীরা বলেন। বিএনপির বর্তমান অপকর্মের বিরুদ্ধে জামাত শিবিরের নেতাকর্মীরা প্রতিবাদ করায় তারা বিভিন্ন সময়ে আওয়ামীলীগের মত জামাত শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছে।
জানা যায়, গোলাপগঞ্জ থানার জি আর মামলা নং ১০৮/২২ইং আসামীগণের নাম ১। মজিদ মিয়া ২। মোঃ টিটু আহমেদ ৩। আতিকুল ইসলাম, ৪। পারভেজ মিয়া ৫। ইব্রাহিম খলিল ৬। রহমান রাব্বি ৭। সালেহ আহমদ ৮। মাজহারুল ইসলাম ৯। আফজল হোসেন ১০। মামুন আহমেদ ১১। শাহরিয়ার আহমদ ১২। বিল্লাল মিয়া ১৩। মোস্তফা মিয়া,




উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest