বেপরোয়া সেই এসআই আঁখি বদলী,বিভিন্ন ভুক্তভোগী মুখ খুলতে শুরু করেছেন!

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

বেপরোয়া সেই এসআই আঁখি বদলী,বিভিন্ন ভুক্তভোগী মুখ খুলতে শুরু করেছেন!

5

ফয়ছল আহমদ রাহেল :: সিলেটের আলোচিত ক্ষমতাবান ও প্রভাবশালী লেডি অফিসার (এসআই) পুলিশ হাসিনা আক্তার আঁখি (বিপি নং৭৮৯৭১২৩৯৮৫) কে পার্বত্য জেলায় বদলী করা হয়েছে। তিনি আগামী ৫/১০/২০২৫ ইং তারিখে সিলেট পুলিশ লাইন থেকে সিসি নিয়ে বদলীকৃত কর্মস্থলে পরদিন ৬ তারিখের মধ্যে যোগদান করতে বলা হয়েছে আদেশে, নতুবা বদলীটি স্ট্যান্ড রিলিজ হয়েছে মর্মে গন্য হবে আদেশটি। এসপি অফিস সূত্র স্বারক নং ৫৩১৫। তাকে গত ২৮-৯-২০২৫ ইং তারিখে পুলিশ হেড কোয়াটার্স থেকে বদলী করা হয়েছে। ২৯/৯/২০২৫ ইং এসপি সিলেট অফিস বদলীর আদেশটি প্রেরণ করেন। এসআই আঁখি সিলেটের একজন ক্ষমতাশালী পুলিশ সদস্য। দীর্ঘ দুই যোগ থেকে তিনি সিলেটে বিভিন্ন এলাকায় কর্মরত ছিলেন।

8

 

7

কখনো তাকে সিলেট জেলা বা এসএমপি ছেড়ে যেতে হয়নি। বার বার বদলী করা হলে ক্ষমতার বলে তিনি বদলীর আদেশ পরিবর্তন করে নিতেন।এসআই আঁখি ক্ষমতার ধাপটে শেখঘাট এলাকায় একাই সরকারি একটি কোয়াটার জবর দখল করে রেখেছেন কয়েক বছর থেকে। ঘুষ বানিজ্য তার জন্য ওপেন সিক্রেট ব্যাপার তার কারণে এক সময় সিলেট আদালত পাড়ার উকিল, মোয়াক্কেল, মুহরি সকলেই অতিষ্ট্য ছিলেন। তাকে কোর্ট থেকে ওসমানীনগর বদলী করা হলেই তিনি সেখানে কখনো যোগদান করেনি। পরে তাকে সিলেট জেলা ডিবিতে বদলী করা হয়।

 

5

এছাড়াও আরো বিভিন্ন ভুক্তভোগী মানুষ আঁখির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দপ্তরে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।সিলেটের ওসমানী নগর থানার খাদিমপুর এলাকার বাসিন্দা নিরীহ মহিলা প্রবাসী হাজেরা আলী পান্নার বিরুদ্ধে এই আঁখি ডেভিল গোলাম রাব্বানী সুহেল এর কাছ থেকে ৫ লক্ষ টাকা ঘোষ নিয়ে একটি মিথ্যা চার্জশীট কোর্টে দাখিল করেন।ইতিমধ্যে এই বিষয়টিও মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে!

2

 

(আসছে বিস্তারিত প্রতিবেদনে)

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add

Follow for More!

1
4