সিলেটের গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা নবদ্বীপ দাসের বাড়িতে নৃশংস হামলা ও অগ্নিসংযোগ : পরিবার আশ্রয়হীন

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

সিলেটের গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা নবদ্বীপ দাসের বাড়িতে নৃশংস হামলা ও অগ্নিসংযোগ : পরিবার আশ্রয়হীন

1

 

4

নিউজ ডেস্ক : সিলেট জেলার গোয়াইনঘাট থানার অন্তর্গত চদিবদি হাওর সাকিনে গত ৬ আগস্ট ২০২৪ ইং তারিখে সংঘটিত এক ভয়াবহ হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় নেতা ও ইসকনের সক্রিয় সদস্য নবদ্বীপ দাস।

 

ঘটনার দিন বিকাল আনুমানিক ৫টার দিকে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল নবদ্বীপ দাসের পারিবারিক বাসভবনে হঠাৎ করে আক্রমণ চালায়। মুখে কাপড় বাধা ও হাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তারা ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। প্রথমে বাড়ির ভেতরের আসবাবপত্র, জানালা ও বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করে। এরপর ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে তারা আগুন ধরিয়ে দেয় বসতঘরের কয়েকটি কক্ষে।

 

6

পরিবারের সদস্যরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের কাঠের অংশে এবং মিনিটের মধ্যেই পুরো বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে ঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যেতে বাধ্য হন। তবে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে নবদ্বীপ দাসের মা প্রনতি রানি দাস ও দাদি —- মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসীরা প্রায় ৩ লাখ টাকার নগদ অর্থ, প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, দুটি স্মার্টফোন, একটি ল্যাপটপ, ব্যাংকের গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং ইসকনের সাংগঠনিক কাগজপত্র নিয়ে গেছে। পাশাপাশি তারা নবদ্বীপ দাসের ছাত্রলীগ ও ইসকনের সঙ্গে সম্পৃক্ততার নানা আলামত ও ছবি পুড়িয়ে ফেলে।

 

হামলার প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হচ্ছে ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক দেশত্যাগের ঘটনা। এই ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং প্রগতিশীল নেতাকর্মীদের বাড়ি-ঘরে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। চদিবদি হাওর এলাকায় নবদ্বীপ দাস ছিলেন আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় হওয়ায় তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ উঠেছে।

5

 

নবদ্বীপ দাসের বাবা সুবল চন্দ্রদাস বলেন, “আমার ছেলে কোনোদিন কারো ক্ষতি করে নাই। সে শুধু পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি করতো আর ইসকনের ধর্মীয় কাজ করতো। আজ সেই পরিচয়ের জন্যই আমাদের সর্বনাশ হলো। আমাদের সব কিছু শেষ।” পরিবারের সরাসরি অভিযোগ, এই হামলার পেছনে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবির মৌলবাদীর সক্রিয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে জড়িত। তারা দীর্ঘদিন ধরেই নবদ্বীপকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্তকাউকে গ্রেফতার করা হয়নি।

 

হামলার পরপরই নবদ্বীপ দাস ও তার পরিবার প্রাণভয়ে এলাকা ত্যাগ করেন। তারা বর্তমানে আত্মীয়ের বাড়িতে বা অজ্ঞাতস্থানে আশ্রয়ে রয়েছেন। নিজের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর পরিবারটি বর্তমানে নিঃস্ব অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এ ধরনের হামলার তীব্রনিন্দা জানিয়েছে। ইসকনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়েছে। তারা বলছে, শুধুমাত্র ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের জন্য একজন নিরপরাধ পরিবারকে এভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা অত্যন্তদুঃখজনক ও অমানবিক।

 

1

স্থানীয় জনগণের অভিযোগ, এ ধরনের বড় ঘটনা ঘটার পরও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি, এমনকি তদন্তকার্যক্রমও গতি পায়নি। এতে জনগণের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7