দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান

7

নিউজ ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসে খতমে তারাবি পড়ার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। এই আহ্বানটি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

6

 

1

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বেশিরভাগ মসজিদে খতমে তারাবি নামাজে কোরআনের নির্দিষ্ট পরিমাণ তিলাওয়াত করা হয়, তবে কিছু কিছু মসজিদে এর মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। এর ফলে, বিশেষ করে কর্মজীবী ধর্মপ্রাণ মুসল্লিরা যেহেতু বিভিন্ন স্থানে যাতায়াত করেন, তাদের জন্য কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এ কারণে কিছু মুসল্লি পবিত্র কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হন এবং একধরনের মানসিক চাপ অনুভব করেন।

 

এ সমস্যার সমাধান হিসেবে ইসলামিক ফাউন্ডেশন প্রস্তাব করেছে, রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে, ২৭ রমজান রাতে, অর্থাৎ পবিত্র শবে কদরে কোরআন খতম করা সম্ভব হবে। এই নিয়মে তিলাওয়াতের মাধ্যমে সারা দেশে একইভাবে কোরআন খতম করা হবে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা পুরো রমজান মাসে এক ধারাবাহিক কোরআন খতমের সওয়াব পাবেন।

 

ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের সব মসজিদে খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানিয়েছে, তারা যেন এই নিয়ম মেনে খতমে তারাবি নামাজ আদায় করেন।

 

2

এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন আরেকটি বিজ্ঞপ্তিতে জানায় যে, সম্প্রতি কিছু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সাহরি এবং ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের প্রণীত সময়সূচি আলেম-ওলামা এবং বিশেষজ্ঞদের দ্বারা তৈরি এবং এটি সঠিক সময়সূচি, এ নিয়ে কোন বিভ্রান্তি বা সন্দেহের অবকাশ নেই।

2

 

এই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে যাতে মুসল্লিরা একসাথে, সঠিক নিয়মে রমজান মাসে তারাবি নামাজ আদায় করতে পারেন এবং কোরআন খতমের সওয়াব লাভ করতে পারেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2