কোরআন ও প্রিয় নবীর রহমত থেকে আমরা অনেক দূরে -মুফতি নজরুল ইসলাম কাসেমী

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

কোরআন ও প্রিয় নবীর রহমত থেকে আমরা অনেক দূরে -মুফতি নজরুল ইসলাম কাসেমী

6

নিউজ ডেস্ক : মজুমদারী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুর ২টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে চলে তাফসীরুল কোরআন মাহফিল।

4

 

2

মুজমদারী জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা আব্দুস সামাদ ও হাফিজ মাওলানা হেলাল উদ্দিন’র যৌথ সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করেন মুফতি নজরুল ইসলাম কাসেমী। এছাড়াও তাফসীর পেশ করেন মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মুফতি আব্দুল হাসান, মাওলানা ক্বারী আব্দুল্লাহ আলমামুন, মাওলানা মুফতি খাইরুল আমীন মাহমুদী।

 

মুফতি কাসেমী বলেন, আমাদের থেকে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) মুখ ফিরিয়ে নিয়েছেন। আমাদের উপর থেকে রহমত উঠেগেছে। যদি থাকতো তাহলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। যেখানে ইব্রাহিম (আ.) ও মুসা (আ.) ঘুমাইতাছে, দুই জনের মাঝে ৭০ জন নবীর কবর, ৪৫ হাজার সাহাবায়ে কেরামের কবর রয়েছে। বায়তুল কেবলা যার দিকে মুহাম্মুদুর রাসুল্লাহ (সা.) নামাজ পড়েছেন। এই ফিলিস্তিন মাটির সাথে মিসে যেত না।

 

2

কোন দিন হতো না যদি আমাদের প্রিয় নবী আমাদের থেকে মূখ না সরাতেন। আমরা নীবর আদর্শ থেকে সরে গেছে, রহমতের কোরআন থেকে সরে গেছে। যার কারণে সারা বিশে^ মুসিলমদের আজ করুন পরিনতি। আমরা কোরআন থেকে অনে দূরে চলে গেছে যার কারণে আমাদের মাঝে কোন শান্তি নাই। তিনি বলেন সবার মাঝে এক অশান্তি-পেরাশানি, বিরাজ করছে। কোরআন ও প্রিয় নবীর রহমত থেকে আমরা অনেক দূরে যার কারণে আমাদের মাঝে সুখ-শান্তি নেই।

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6