ব্যাংক পরিচালকদের সম্মানির সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

ব্যাংক পরিচালকদের সম্মানির সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক : ব্যাংক পরিচালনার স্বার্থে পরিচালনা পর্ষদ ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠান প্রতি মাসে যথা সম্ভব সীমিত রাখতে হবে। তবে ব্যাংকের প্রয়োজনের কোনো মাসে পরিচালনা পর্ষদ ও অন্যান্য কমিটির যত সংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, প্রতি মাসে পরিচালকরা সর্বোচ্চ ৮টি সভায় অংশগ্রহণের জন্য ব্যাংকের নির্ধারিত হারে সম্মানি পাবেন। এর বাইরে বাড়তি কোনো সভা করলেও তার জন্য কোনো সম্মানি পাবেন না। প্রতি সভায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা সম্মানি নেওয়ার বিধান রয়েছে। এ হিসাবে পরিচালকরা প্রতি মাসে ব্যাংক থেকে বৈঠকে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ ৮০ হাজার টাকা সম্মানি নিতে পারবেন। এর বেশি নিতে পারবেন না।

 

এ বিষয়ে সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী ব্যাংকের পর্ষদ বা পর্ষদ সহায়ক অন্য কোনো কমিটিতে অংশগ্রহণ করলে প্রত্যেক পরিচালক সর্বোচ্চ ১০ হাজার টাকা সম্মানি পাবেন। তবে কোনো ব্যাংক তার পরিচালকদের সম্মানি কত দেবেন তা নির্ধারিত হবে পর্ষদ সভায়। ফলে প্রায় সব ব্যাংকই পর্ষদ ও পর্ষদ সহায়ক কমিটির সভায় অংশ নেওয়ার জন্য পরিচালকদের সম্মানি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে। এ হিসাবে পরিচালকরা পর্ষদ ও পর্ষদ সহায়ক কমিটির যতটি বৈঠকেই অংশগ্রহণ করেন না কেন, একজন পরিচালক সর্বোচ্চ ৮টি সভায় অংশ গ্রহণের জন্য সম্মানি পাবেন। এর মধ্যে পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ৬টি সভা, অডিট কমিটির ১টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১টি সভায় উপস্থিতির জন্য সম্মানি প্রাপ্য হবেন। এর বাইরে পর্ষদ বা অন্য কমিটির আরও কোনো বৈঠকে অংশগ্রহণ করলে সেগুলোর জন্য সম্মানি প্রাপ্য হবেন না।

 

এর আগে গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের জারি করা অপর সার্কুলারে বলা হয়েছিল ব্যাংকের পর্ষদ ও অন্যান্য কমিটির কোনো মাসে যত সংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, প্রতি মাসে পরিচালকগণ সর্বোচ্চ পরিচালনা পর্ষদের ২টি সভা, নির্বাহী কমিটির ৪টি সভা, অডিট কমিটির ১টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১টি সভায় উপস্থিতির জন্য সম্মানি প্রাপ্য হবেন।

 

সূত্র জানায়, আগের মতো পরিচালকরা এখনো ৮টি বৈঠকে অংশগ্রহণের জন্য নির্ধারিত হারে সম্মানি পাবেন। তবে বৈঠকের ধরনে পরিবর্তন আনা হয়েছে। আগে পরিচালনা পর্ষদের ২টি সভা, নির্বাহী কমিটির ৪টি সভায় প্রতি মাসে অংশগ্রহণের জন্য সম্মানি পেতেন। এখন পর্ষদ ও নির্বাহী কমিটি মিলে সর্বোচ্চ ৬টি সভায় অংশগ্রহণের জন্য সম্মানি পাবেন।

 

জানা গেছে, এর আগে পরিচালকরা বিভিন্ন ধরনের কমিটির সভা মাত্রাতিরিক্তভাবে অনুষ্ঠানের মাধ্যমে বেশি মাত্রায় সম্মানি বাবদ অর্থ নিতেন। এ প্রবণতা বন্ধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ওই নির্দেশনা জারি করেছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন