সিলেটে বিলবোর্ডে চেহারা দেখাতে গিয়ে বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

সিলেটে বিলবোর্ডে চেহারা দেখাতে গিয়ে বিএনপি নেতার পদ স্থগিত

6

নিউজ ডেস্ক :  সিলেট নগরে সড়কের পাশে গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর ঘটনায় বিএনপির এক নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

 

শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

5

পদ স্থগিত হওয়া মো. আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

 

5

এর আগে ২৫ মার্চ রাতে নগরের পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকে থাকা গাছের ডাল কাটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, গাছের ডাল কাটতে বিদ্যুতের পিলারে উঠছেন এক ব্যক্তি। নিচে দাঁড়িয়ে তার সঙ্গী আরও কয়েকজন। এ সময় সড়ক বিভাজকের গাছের সব ডালপালা ছেঁটে ফেলা হয়।

এ নিয়ে ২৮ মার্চ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে বিএনপি নেতা আমির হোসেনের দলীয় সব পদ স্থগিত করে তাকে নোটিস দেয় কেন্দ্রীয় কমিটি।

3

 

নোটিসে বলা হয়েছে, “সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গ করেছেন।

 

3

“বিষয়টি এর মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আপনার এই গর্হিত কাজের জন্য আগামী তিন মাস প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হল।”

 

নোটিসের বিষয়ে আমির হোসেন বলেন, “দলের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার সুযোগ নেই। যারা বিলবোর্ড লাগিয়েছিল, তারা গাছের কয়েকটা ডাল কেটেছেন। তবে গাছটি ছেঁটে দেওয়ায় সুন্দর হয়েছে। তারপরও আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি। আর দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।”

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4