প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়।
পূর্ব বীরগাও ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাছুম আহমেদ জুসেফ শাহনুর হাবীব শাহীন, সুয়েব আহমেদ, মিজানুর রহমান, কিবরিয়া আহমেদ, আতাউর রহমান সহ আরো অনেকেই।
সভায় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বলেন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা করছে, নিরীহ সাধারণ মানুষকে হত্যা করছে, মা বোনের উপর অত্যাচার করছে। অথচ জাতিসংঘ কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না।
বক্তারা মুসলমানদের সমস্ত মতবিরোধ ভুলে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি ওআইসি ও আরব লীগকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। একই সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা ইয়াহুকে অবিলম্বে গণহত্যার দায়ে বিচার করার আহ্বান জানান।
বক্তারা বলেন, আমেরিকার মদদে ইসরাইল দিনের পর দিন যেভাবে ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার করছেন তা মেনে নেওয়া যায় না। তারা ঈদের দিনেও সাধারণ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হত্যাকান্ডের নিন্দা জানান। একই সাথে বাংলাদেশে ইসরাইলি পণ্য বর্জনের দাবি করা হয়।
বক্তারা ফিলিস্তিনি জনগণ সাহায্যে তহবিল গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবী জানান। পরে মোনাজাত করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest