প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ–১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সম্পাদক আনিসুল হক, সুনামগঞ্জ-আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসির চৌধুরী, সুনামগঞ্জ-৩ এ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ–৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ–৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সদস সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে।
প্রার্থীদেরকে দেওয়া মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি স্ব স্ব ভাবে নিশ্চিত করেছেন মনোনয়ন প্রাপ্তরা।
এর আগে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে প্রাথমিকভাবে তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়েছিল। নতুন করে চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে দলীয় মনোনয়নের ব্যাপারে আর কোনো বিতর্ক থাকলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দলীয় সূত্র জানায়, প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেল। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা আশা প্রকাশ করছেন, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় হলে আসন্ন নির্বাচনে সুনামগঞ্জের আসনগুলোতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest