প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
নিউজ ডেস্ক : ভারতীয় রুপি তার ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে আজ বৃহস্পতিবার। পরপর সাতটি লেনদেন অধিবেশন ধরে রুপি ধারাবাহিকভাবে দাম হারাচ্ছে। চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপির মূল্য একাধিকবার কমেছে। বাণিজ্য ঘাটতি এবং বিদেশে পুঁজি প্রত্যাহারের কারণে রুপির এই পতন অব্যাহত রয়েছে।
এদিন প্রতি ডলারের মূল্য দাঁড়িয়েছে ৮৫.২৪২৫ রুপি, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন দামের রেকর্ড। অক্টোবর মাসের শুরু থেকে রুপি ১.৭৪ শতাংশ মূল্য হারিয়েছে। ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের পর, রুপি এবার প্রথমবারের মতো এক প্রান্তিকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করছে, এমনটি জানিয়েছে রয়টার্স।
ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ভারসাম্য এখনও স্থির হচ্ছে না। পাশাপাশি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে এবং বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে, যা ভারতের রুপি মূল্যমান হারানোর কারণ হিসেবে দেখা হচ্ছে।
আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য-ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারতে বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার করা হয়েছে, যার পরিমাণ চলতি প্রান্তিকে ১০.৩ বিলিয়ন (১ হাজার ৩০ কোটি) ডলার। আগের প্রান্তিকে ভারতে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ এসেছিল।
অর্থনীতিবিদদের মতে, এসব কারণেই চলতি প্রান্তিকে ভারতে লেনদেন ভারসাম্য ঘাটতি সৃষ্টি হয়েছে। তবে, বর্তমান অর্থবছরের শেষে ভারতে ২০ বিলিয়ন (২ হাজার কোটি) থেকে ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের ধনাত্মক লেনদেন ভারসাম্য হওয়ার সম্ভাবনা রয়েছে। গত অর্থবছরে ভারতে ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) ডলারের বাণিজ্য উদ্বৃত ছিল।
বাণিজ্যে লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে বলে আইডিএফসি ফার্স্ট ব্যাংক জানিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ৮৬ রুপিতে দাঁড়াবে বলে ব্যাংকটি মনে করছে। অর্থাৎ ভারতীয় রুপি এ সময়ে আরও দুর্বল হবে।
ডলারের শক্তি বাড়ছে
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই ডলারের দাম বেড়ে চলেছে। ফলে রুপির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গত প্রায় এক বছরের মধ্যে ডলারের মূল্য সূচক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি চলে গেছে। ট্রাম্পের নীতিমালার কারণে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি বাড়বে এই প্রত্যাশায় ডলারের দাম বাড়ছে।
মূল্যস্ফীতি বাড়বে এ ধারণার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা অভিক্ষেপণ করেছেন যে আগামী বছরে কম সংখ্যকবার নীতি সুদহার কমানো হবে। চলতি মাসের আরও আগের দিকে তাঁরা এই অভিক্ষেপণ করেছেন। তবে ঠিক কতবার সুদের হার কমানো হবে, তা নিশ্চিত করে বলা হয়নি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest