সিলেটে সেনা অভিযানে নারীসহ গ্রে ফ তা র ৩

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

সিলেটে সেনা অভিযানে নারীসহ গ্রে ফ তা র ৩

নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গত বুধবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় বটরপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান, উত্তর রায়গড় গ্রামের আহমদের স্ত্রী আয়েশা বেগম ও ভাদেশ্বর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের ছবেদ আলীর ছেলে মকবুল আলী।

 

জানা যায়, গোলাপগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের একদল সেনাবাহিনী ঢাকাদক্ষিণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃতদের ঘর থেকে ১৪ কেজি গাঁজা, ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, মাদকসহ গ্রেফতার ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add