ট্রাকে কম দামে পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

ট্রাকে কম দামে পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে দুঃসংবাদ

7

নিউজ ডেস্ক : নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

8

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কৃষিপণ্য কম মূল্যে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রমের ব্যাপারে আলোচনা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৮ লাখ মানুষ উপকারিত হচ্ছিল। তবে এখন থেকে এটি আর চালু থাকবে না।

 

অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বিশেষ ওএমএসের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত ছিল এবং এখন আর তা বাড়ানো হয়নি। কারণ, কিছু পণ্য এত কম মূল্যে বিক্রি করা হচ্ছিল, যা সম্ভব নয়। তবে এখন পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে এবং বাজারে সংকট নেই।

 

3

তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রি হওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি। এ সময়, অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলেও মন্তব্য করেন।

7

 

4

অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে এবং সাম্প্রতিক সময়ে যেসব সেবা ও পণ্যের ওপর ভ্যাট ও কর বৃদ্ধি করা হয়েছে, তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। তবে, ভ্যাট বৃদ্ধির ফলে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি।

 

অর্থ উপদেষ্টা আরও জানান, সারের সংকট যেন না হয়, এজন্য সার কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6