ইউটিউবারদের জন্য সুখবর

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

ইউটিউবারদের জন্য সুখবর

নিউজ ডেস্ক : পরস্পরের মধ্যে দ্বিমুখী যোগাযোগ তৈরি করতে গত বছর ‘কমিউনিটিজ’–সুবিধা চালু করে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব। এত দিন নির্দিষ্ট সংখ্যক ভিডিও নির্মাতা সুবিধাটি কাজে লাগিয়ে নিজেদের চ্যানেলের দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারলেও সব নির্মাতা পারতেন না। আর তাই এবার সব নির্মাতার জন্য কমিউনিটিজ সুবিধা উন্মুক্ত করেছে ইউটিউব।

 

কমিউনিটিজ মূলত দ্বিমুখী আলাপচারিতার প্ল্যাটফর্ম। ডিসকর্ড বা রেডিটের আদলে তৈরি প্ল্যাটফর্মটিতে চ্যানেলের দর্শকেরাও নিজেদের মনের কথা বা মতামত সরাসরি ভিডিও নির্মাতাকে জানাতে পারেন। নির্মাতারাও নিজেদের চ্যানেলের দর্শকদের সঙ্গে অনলাইনে সরাসরি যুক্ত হতে পারেন।

 

সম্প্রতি ইউটিউব জানিয়েছে, কমিউনিটিজ সুবিধাটি প্রথমে সীমিত সংখ্যক নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হলেও ইতিবাচক সাড়ার কারণে আরও বেশি নির্মাতার জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে।

 

কমিউনিটিজ সুবিধা ব্যবহারের জন্য নির্মাতাদের আমন্ত্রণের (ইনভাইটেশন) প্রয়োজন হবে। ইউটিউব অ্যাপে নির্মাতাদের চ্যানেল পেজে একটি ব্যানার এবং ই-মেইলের মাধ্যমে এই আমন্ত্রণ পাঠানো হবে। আমন্ত্রণ গ্রহণের পর নির্মাতারা ‘গো টু কমিউনিটি’ অপশনে গিয়ে সুবিধাটি চালু করতে পারবেন। এতে নির্মাতারা ইউটিউব স্টুডিও অ্যাপের ‘কমিউনিটি হাব’ ব্যবহার করে তাদের চ্যানেলের কার্যক্রম সহজেই পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া দর্শকদের মন্তব্যের উত্তর দেওয়ার জন্য সাজেস্টেড রিপ্লাই সুবিধা ব্যবহারেরও সুযোগ মিলবে এই সুবিধার আওতায়।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add