প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৫
নিউজ ডেস্ক : বর্তমানে অফারের লোভে অনেকেই একাধিক সিম কিনে থাকেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই সিমগুলো অকার্যকর হয়ে পড়ে এবং অব্যবহৃত থাকে বছরের পর বছর। এমনকি একসময় দেখা যায়—নতুন সিম কেনার প্রয়োজন হলেও আগের অতিরিক্ত সিমগুলোর কারণে তা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে, অনাবশ্যক সিমগুলো বন্ধ করে দেওয়া।
এই প্রতিবেদন থেকে আপনি খুব সহজেই জানতে পারবেন কীভাবে সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন বা সিমটি বন্ধ করবেন।
সিম কার নামে রেজিস্টার্ড, জানবেন যেভাবে
১. মোবাইলে *16001# ডায়াল করুন।
২. একটি মেসেজ আসবে—জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাইবে।
৩. ঠিকঠাক দিলে ফিরে জানাবে কয়টি সিম আপনার এনআইডিতে নিবন্ধনকৃত।
সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
হেল্পলাইনে কল করে
যে সিমটি বন্ধ করতে চান, সেটি ব্যবহার করে হেল্পলাইনে (যেমন: ১২১) কল দিন।
জাতীয় পরিচয়পত্র নম্বর ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর সিম বন্ধ করে দেওয়া হবে।
সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে
হারিয়ে যাওয়া বা অন্যের দ্বারা ব্যবহৃত সিম বন্ধ করতে চাইলে সরাসরি সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যান।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে গেলে তথ্য যাচাই শেষে সিমটি বন্ধ করে দেওয়া হবে।
প্রতিটি অপারেটরের সিম বন্ধ করার নিয়ম
গ্রামীণফোন (GP):
হেল্পলাইন: ১২১
সরাসরি জিপি সেন্টারে গিয়ে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিয়ে বন্ধ করা যাবে।
বাংলালিংক:
হেল্পলাইন: ১২১
সরাসরি বাংলালিংক সেন্টারে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে বন্ধ করা যাবে।
রবি:
কল করতে হবে ১২১ নাম্বারে।
কাস্টমার কেয়ারে গিয়েও রবি সিম বন্ধ করা যায়।
টেলিটক:
সিম হারিয়ে গেলে বা বন্ধ করতে চাইলে টেলিটক কাস্টমার কেয়ারে যান বা হেল্পলাইনে কল করুন।
এয়ারটেল:
হেল্পলাইন *16001# অথবা সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে এনআইডির তথ্য দিয়ে সিম বন্ধ করুন।
সিম মালিকানা পরিবর্তনের নিয়ম
সিম মালিকানা পরিবর্তনের জন্য উভয় পক্ষ—বর্তমান ও নতুন মালিক—কাস্টমার কেয়ারে উপস্থিত থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
(প্রয়োজনে) ২টি পাসপোর্ট সাইজ ছবি
ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন সম্পন্ন হয়।
গ্রামীণফোন সিম অনলাইনে মালিকানা পরিবর্তনের সুবিধা দিয়েছে, যেখানে অনলাইনে আবেদন করা যায়।
সিম বন্ধ না করলে যা হতে পারে
আপনার হারানো সিম কেউ ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হতে পারে। এজন্য দ্রুত সিম বন্ধ করা জরুরি।
এছাড়া, একজনের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যাবে—তাই নতুন সিম কিনতে চাইলে পুরনো সিম বন্ধ করতেই হবে।
শেষ কথা
সিম ব্যবস্থাপনায় সচেতন হোন। অপ্রয়োজনীয় সিম বন্ধ করুন, নিজেকে ও আপনার পরিচয়কে সুরক্ষিত রাখুন। সূত্রঃ টেকটিউনস




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest