প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
নিউজ ডেস্ক : কোন ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৫ এপ্রিল) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে দলীয় নেতাকর্মীদের প্রতি এমন সতর্কবার্তা দেন দলটির নেতারা।
এসময় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল ও জনভিত্তিক একটি রাজনৈতিক দল। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যা তাঁর শৃঙ্খলার প্রতি কঠোর অবস্থানের প্রমাণ।
বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় উলে¬খ করে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বলেন, একজন ব্যক্তির অনৈতিক কাজকে পুরো দলের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন কিন্তু ন্যায়বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে, ভবিষ্যতেও থাকবে।
রমজান মাসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের খুব কাছে যেতে পেরেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, রমজান মাসের কার্যক্রমের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন আরও স্পষ্ট হয়েছে। বিশেষ করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপিকে আরও অনুপ্রাণিত করেছে।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এবং মহানগরীর থানার ওয়ার্ড-পাড়াগুলোতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর স্বপ্নে সাধারণ জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা আরও স্পষ্ট হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest