ছাতকের কামারগাঁও বাজারে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

ছাতকের কামারগাঁও বাজারে  শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে কামারগাঁও বাজারে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের আহত প্রায় ২৫ জনকে কৈতক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার ৪ এপ্রিল ২৫ খ্রিঃ বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত কামারগাঁও বাজারে সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ ও সেনাবাহিনী।

 

বাজারে স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে জানা গেছে, শিশুদের ক্যারাম বোর্ড খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে উত্তরপাড়ার সুহেল ও মাঝপড়ার ফটিক মিয়ার পক্ষদ্বয়ের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি ) মোখলেছুর রহমান আকন্দ বলেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add