প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
সিলেট২৪এক্সপ্রেস ডেস্ক : সকল ধর্ষণ নিপীরনের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার ও বিচার, ধর্ষণকারী শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি পোঁড়ানোর প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ডিসেম্বর দুপুর ১টায় সিলেট শহরের তেলিহাওড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল শেষ হয়। মিছিল শেষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুহিব এর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সৌরব জায়গীরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, ছাত্রলীগ নেতা আনছার আলী, আব্দুস সাদিক তারেক, মামুন আহমদ, শাওন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন সকল ধর্ষণ নিপীরনের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার ও বিচার অনতিবিলম্বে করতে হবে, ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, গুজব ও নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে বক্তারা প্রতিবাদ জানান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest