নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘কসমিক রে’র সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে  ‘কসমিক রে’র সঙ্গীত সন্ধ্যা

নিউজ ডেস্ক : সিলেটে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘কসমিক রে’র সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নবাগত শিক্ষার্থীদের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মিউজিক্যাল ব্যান্ড ‘কসমিক রে’ ‘উইন্টার স্টর্ম’ নামের একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করে।

 

ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. শামসুল কবির, ডেভেলপরেমন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. শামীম আল আজিজ লেলিন, ফাইনান্স ডরিক্টের অশোক রঞ্জন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, কম্পিউটার সায়েন্স এন্ড উঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সহকারী অধ্যাপক শাহাদাত হোসনে পারভেজ, আইন বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল আসাদ, অয়ন দে, তাইমুল হক, সিএসই বিভাগের প্রভাষক কে এম আসিফুজ্জামান, ‘কসমকি রে’র উপদষ্টো সহকারী অধ্যাপক মো. আমীর হোসেন।

 

বিকালে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি এই ধরনের প্রোগ্রামের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ছাত্রদের পড়ালেখার পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক প্রোগ্রামে আরো বেশি যুক্ত হওয়ার উপর জোর দেন।

 

‘কসমিক রে ছাড়া আরও দুটি অতিথি মউিজক্যিাল ব্যান্ড ‘ঞজওগঅঘ’ (ত্রিমান) এবং ‘ডজণঘঊঈক’ (রাই নেক) গান পরিবেশন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট নয়ন তালুকদার রনি। রাতে ক্লাবের এডভাইজার উপস্থিত দর্শক, অতিথি ব্যান্ড, ক্লাবের নতুন এবং পুরাতন সদস্যসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন