প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
সিলেট২৪এক্সপ্রেস ডেস্ক : দক্ষিণ সুরমা থানার তিরাশিগাঁও গ্রামে মাত্রাতিরিক্ত ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুনী । গতকাল মঙ্গলবার ০৯-১১-২০২২ইং তারিখে আমিনুর রহমানের একমাত্র কন্যা ইমা রহমান ইভা (২৩) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ।
আমিনুর রহমান বলেন, আমার একমাত্র কন্যা ইমা রহমান ইভার সহিত আনছার আলীর প্রেমের সম্পর্ক ছিল। আমি অবগত হওয়ার পর আমার মেয়েকে সতর্ক করলে আমার মেয়ে আমাকে বলে, প্রেমিকের সাথে আর কোন ধরনের সম্পর্ক রাখবে না ।
প্রেমিক আনছার আলী সঙ্গে মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে ইমা রহমান ইভা তার মায়ের ডায়াবেটিস ও ঘুমের ঔষধ অতিরিক্ত সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান প্রতিবেশীরা।
আমিনুর রহমান আরো বলেন, পরবর্তীতে আমি তাহাদের সাথে বিয়ে দিতে রাজী হলে আমার মেয়েকে দেখার জন্য আনছার আলীর পরিবারের লোকজন নিয়ে আমার বাড়ি আসেন আলাপ আলোচনা চলা কালে এক পর্যায়ে কথা কাটাকাটি ও মারামারি সৃষ্টি হয়।
আমাকে ও আমার পরিবারের সদস্যদের কিল, ঘুষি মারিয়া আহত করেন। গ্রামের মুরব্বিয়ানদের মধ্যস্থতা ও অনুরোধের আমি কোন মামলা করি নাই।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest