*কক্সবাজারে ১০০ কি:মি: পায়ে হেটে রেকর্ড গড়লেন বাংলাদেশী বংশদ্ভোত চার বৃট্রিশ যুবক*

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

*কক্সবাজারে ১০০ কি:মি: পায়ে হেটে রেকর্ড গড়লেন বাংলাদেশী বংশদ্ভোত চার বৃট্রিশ যুবক*

নিউজ ডেস্ক : *কক্সবাজারে ১০০ কি:মি: পায়ে হেটে রেকর্ড গড়লেন বাংলাদেশী বংশদ্ভোত চার বৃট্রিশ যুবক*

 

কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বিশ্বের দরবারে তুলে ধরতে টেকনাফ শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে ১০০ কিলোমিটার সৈকত পাঁয়ে হেঁটে লাবণী পয়েন্ট এসে “ওয়াক পর হোপ” সমাপ্ত করলেন বাংলাদেশী বংশদ্ভোত চার বৃট্রিশ নাগরিক মিঃ হোসাইন আহমেদ, মিঃ আবদাল উদ্দিন আহমেদ, মিঃ ফয়সল উদ্দিন, ও মিঃ এনামুল হক।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট এসে পৌঁছান তারা।

 

এসময় তাদেরকে বরণ করে নেয় ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ও শিক্ষার্থীরা।

 

পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশী বংশদ্ভোত ৪ বৃটিশ নাগরিক জানান,

 

বাংলাদেশের কক্সবাজারের এই দীর্ঘতম সৈকতের মতো সুন্দর সৈকত বিশ্বে আর কোথাও নেই।

 

এই সৌন্দর্যকে বিশ্বের কাছে পরিচিতি করা অত্যন্ত জরুরী। তাছাড়া রোহিঙ্গা শিশু ও স্থানীয় শিশুদের মান বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

উল্লেখ্য যে গত ২৮ অক্টোবর সকাল ১০ টায় শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হেঁটে ৪র্থ দিনে কক্সবাজার এসে পৌছান তারা।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন