প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪
নিউজ ডেস্ক : চাকরি জাতীয়করণের দাবিতে দু-তিন দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। তাঁদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য গতকাল রবিবার দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাঁদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।
সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন- এমন খবর দেশজুড়ে ছড়িয়ে পড়লে রবিবার রাত ১১টার দিকে সিলেটেও শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। রাত সাড়ে ১০টা থেকে মহানগরের চৌহাট্টায় বিজয় চত্বরে সিলেট জেলা সমন্বয়কদের আহ্বানে বিভিন্ন কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে তারা সেখানে বিক্ষোভ করেন। নানা স্লোগানে এসময় প্রকম্পিত হয় চৌহাট্টা এলাকা। এসময় শিক্ষার্থীরা আনসারদের স্বৈরাচার হাসিনার দোসর আখ্যায়িত করে সারা দেশে তাদের প্রতিহত করার কঠোর হুশিয়ারি দেন।
পরে সচিবালয় এলাকা থেকে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে সিলেটের শিক্ষার্থীরা সড়ক ছাড়েন।
রাতের কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া সিলেটের অন্যতম সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন- দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের কবল থেকে লাল বসন্তের মাধ্যমে দেশকে মুক্ত করেছেন ছাত্র-জনতা। কিন্তু সেই অর্জনকে কলুষিত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরশাসকের দোসররা। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই- যে ছাত্র-জনতা রক্তনদী সাঁতরে দ্বিতীয় স্বাধীনতার সূর্য উদিত করতে পেরেছে, সেই ছাত্র-জনতা এসব ঠুনকো ষড়যন্ত্র মুহুর্তেই রুখে দিতে পারবে। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। বর্তমান সরকারকে সব ধরণের সহযোগিতার করবে ছাত্র-জনতা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest