কর্মকর্তা-কর্মচারীদের সাথে সিসিক’র নবনিযুক্ত প্রশাসক

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

কর্মকর্তা-কর্মচারীদের সাথে সিসিক’র নবনিযুক্ত প্রশাসক

নিউজ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন সিসিকের নবনিযুক্ত জনাব প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি (সিলেট বিভাগীয় কমিশনার)।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় নগরভবনের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে সিসিকের প্রশাসক জনাব আবু আহমদ ছিদ্দীকীকে অবহিত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

 

সভায় সিসিকের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় বিভিন্ন বিভাগ/শাখা কর্মকর্তগণ উপস্থিত ছিলেন ।

 

সভাপতির বক্তব্যে প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন এসেছে। যুব সমাজের হাতে পুরো পৃথিবী। তাদের মেধার মূল্যায়ন করে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করা হবে। সমাজ পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদারও পরিবর্তন এসেছে।

 

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে জনগণের ভোটে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব পালন করেন। বর্তমানে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আগে যেভাবে নাগরিক সেবা প্রদান করা হত এখনও সেভাবে সেবা প্রদান করা হবে। নাগরিক ভোগান্তি দূর করা হবে। আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবে নাগরিকদের চাহিদা মত আমাদের কাজ করতে হবে। অতিদ্রুততার সাথে সকল সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। জরুরি প্রয়োজনে ২৪/৭ দিন কাজ করার মন মানসিকতা নিয়ে সবাইকে নাগরিক সেবা প্রদানের নির্দেশ করেন তিনি। কেউ কর্মরত দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার আহ্বান জানান নব নিযুক্ত প্রশাসক ।

 

উল্লেখ্য গত সোমবার (১৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অপসারণ করে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকী এনডিসি।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন