প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন স্বাক্ষরিত চারটি অফিস আদেশের মাধ্যমে এই রদবদলের কথা জানানো হয়।
এর মধ্যে অফিস আদেশ ১১০৮/২০২৪ এর মাধ্যমে স্কুল অব ইন্টেলিজেন্সের কমান্ড্যান্ট সরদার তমিজউদ্দিন আহমেদকে এসবির ভারপ্রাপ্ত ডিআইজি (ট্রেনিং এন্ড রিসার্চ), অ্যাডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ডিআইজি (পলিটিক্যাল উইং), অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারী) মোঃ মুশেফেকুর রহমানকে ভারপ্রাপ্ত ডিআইজি (সিটি এসবি), ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল কুদ্দুছ আমিনকে ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), ডিআইজি (পলিটিক্যাল উইং) এ জেড এম নাফিউল ইসলামকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১), ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) আমেনা বেগমকে ডিআইজি (স্পেশাল এ্যাফেয়ার্স উইং) ও ডিআইজি (স্পেশাল এ্যাফেয়ার্স উইং) মোঃ মনিরুজ্জামানকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১) হিসেবে পদায়ন করা হয়েছে।
অপর এক অফিস আদেশের মাধ্যমে ডিআইজি (সিটি এসবি) মোঃ মনির হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (সিটিএসবি-সাউথ) শেখ রফিকুল ইসলাম ও অ্যাডিশনাল ডিআইজি (পলিটিক্যাল-১) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকার এসবি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া অ্যাডিশনাল ডিআইজি (কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স) মোঃ ফারুক হোসেনকে অ্যাডিশনাল ডিআইজি (পলিটিক্যাল-১) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে (পলিটিক্যাল-২), অ্যাডিশনাল ডিআইজি (পলিটিক্যাল-২) মোহাম্মদ মোখেলছুর রহমানকে অ্যাডিশনাল ডিআইজি (এসওআই), অ্যাডিশনাল ডিআইজি , এসবি সরকার মোহাম্মদ কায়সারকে অ্যাডিশনাল ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) ও অ্যাডিশনাল ডিআইজি , এসবি এ এইচ এম আবদুর রকিবকে অ্যাডিশনাল ডিআইজি (কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য এক অফিস আদেশে বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারী অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) তাসমিয়াহ তাহলীলকে বিশেষ পুলিশ সুপার (এসওআই), (সুপার নিউমারারী অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি-উত্তর) মোহাম্মদ আশিকুর রহমানকে বিশেষ পুলিশ সুপার (ল্যান্ড এন্ড সিপোর্ট ইমিগ্রেশন-ইস্ট), বিশেষ পুলিশ সুপার (কনফিডেন্সিয়াল এন্ড এলআইসি) মোঃ জাহিদুর রহমানকে বিশেষ পুলিশ সুপার (ইএন্ডডি), বিশেষ পুলিশ সুপার, এসবি মোহাম্মদ মাহমুদুল কবীরকে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি-ইস্ট) ও বিশেষ পুলিশ সুপার, এসবি মোঃ আশ্রাফুজ্জামানকে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি-নর্থ) এর দায়িত্ব দেওয়া হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest