প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্ক : বলা হয়ে থাকে- সিলেট মহানগরের সুরমা মার্কেটে অবস্থিত ‘সুরমা আবাসিক হোটেল’ একটি মিনি পতিতালয়। বছরের পর বছর ধরে এই হোটেলে চলে দিন-রাত চলে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন সময় চাপের মুখে পুলিশ প্রশাসন ‘আই-ওয়াশ’ অভিযান দিলেও এখানে পতিতা-কারবারের মূল হোতারা থাকেন ধার-ছোঁয়ার বাইরে। এছাড়া অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষদের আটক করলেও কিছুদিনে মধ্যে তারা বেরিয়ে এসে ফের শুরু করেন অপকর্ম। ফলে এ হোটেলে সবসময় চলছিলো রমরমা দেহ-বাণিজ্য।
শনিবারও (১০ আগস্ট) সন্ধ্যায় হোটেলটিতে এমন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে জেনে ছাত্র-জনতা এখানে তল্লাশি করতে যায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ৪ নারী ও ৩ পুরুষ ছাদে গিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। ফলে কাউকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে পারেনি ছাত্ররা।
এ তল্লাশিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজ-ভার্সিটির ছাত্র অংশগ্রহণ করেন।
এসময় তারা হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে, তল্লাশিকালে সুরমা আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। পাওয়া যায় যৌন- উত্তেজক ওষুধ। এছাড়া একটি কক্ষে একজন পুরুষের খোলা প্যান্ট ও শর্ট প্যান্ট এবং মেয়েদের ব্যবহৃত বিভিন্ন জিনিস পাওয়া গেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest