প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪
নিউজ ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন। এই সরকারের সম্ভাব্য ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসলেও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯ টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে।
বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে একে একে প্রবেশ করছেন সরকারের উপদেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শপথের সঙ্গে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গভবনের প্রবেশদ্বারে হেঁটে ও গাড়িতে করে তাদের প্রবেশ করতে দেখা যায়।
জানা যায়, প্রধান উপদেষ্টাসহ সম্ভাব্য ১৭ সদস্যের অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠিত হয়েছে। এতে সুশীল সমাজ, ছাত্রপ্রতিনিধিসহ অনেকে রয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest