সিলেটে দুর্বৃত্তদের প্রতিরোধের আহ্বান বিএনপির

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

সিলেটে দুর্বৃত্তদের প্রতিরোধের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক : সিলেট বরাবরই একটি সম্প্রীতির নগরী। এই নগরীর জনগনের জীবন ও সম্পদ সুরক্ষায় বিএনপি কাজ করছে। এমনকি সিলেট অঞ্চলেরও সামাজিক সম্প্রীতির সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে দুর্বৃত্তদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সিলেটের বিএনপি নেতৃবৃন্দ।

 

আজ মঙ্গলবার ( ৬ আগস্ট) বিকেলে সিলেটের একটি অভিজাত পার্টিসেন্টারে অনুষ্টিত সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম।

 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের ফলে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন সারাদেশের মানুষ উল্লাস করছে। কিন্তু এর সুযোগ নিচ্ছে একদল দুর্বৃত্ত। তারা লুটপাট করছে। বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। ভাংচুর করছে।

 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, জনগনের পাশে থাকার। সবার সম্পদ ও জানমালের হেফাজত করার। আমরা আজ সারাদিন এবং গতকালও সিলেট নগরীর এবং বিভিন্ন উপজেলায় এ ব্যাপারে প্রচারনা চালিয়েছি। আমরা অনুরোধ করছি, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগকারীদের প্রতিরোধ করুন। এব ব্যাপারে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি তার বক্তব্যে গুম হওয়া নেতাকর্মীদের ফেরত চেয়েছেন এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম।

 

তারা তাদের বক্তব্যে শান্তিপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং পুলিশ প্রশাসনকে তাদের দায়িত্ব যথাযতভাবে পালনের আহ্বান জানিয়ে সহযোগীতারও আশ্বাস দিয়েছেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন