প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খান।
এসময় উপজেলার চাতলাপুর, লোহাইউনি, হিঙাজিয়া, সিঙুর, বান্নিবাড়ি, বরমচাল চা বাগান, ক্লিভডন, দিলদারপুর, বিজয়া, গাজীপুর, রেহানা, কালোটি, রাঙিছড়া, আসগরাবাদ, নলডরি, সহ ১৫টি মন্দিরে গিয়ে হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম, আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার চাতলাপুর, লোহাইউনি, হিঙ্গাজিয়া, সিঙুর, বান্নিবাড়ি, বরমচাল চা বাগান, ক্লিভডন, দিলদারপুর, বিজয়া, গাজীপুর, রেহানা, কালোটি, রাঙ্গিছড়া, আসগরাবাদ, নলডরিসহ প্রায় ১৫টি পূজামণ্ডপে গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সাদরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম, আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে।
এবারের পূজায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
তিনি বলেন, এবারই প্রথম প্রতিটি মণ্ডপে পুলিশসহ আনসার মোতায়েন, সিসিটিভি স্থাপন করাসহ টহল গাড়িতে সার্বক্ষণিক পুলিশ রয়েছে।
এ ছাড়া যানজট নিরসনেও পুলিশের তৎপরতা চোখে পড়ারমতো বলে জানান আওয়ামী লীগের এই নেতা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest