লালদীঘির পার হকার মার্কেটে দুই গ্রুপের উত্তেজনা

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

লালদীঘির পার হকার মার্কেটে দুই গ্রুপের উত্তেজনা

8

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের লালদীঘির পাড়ে হকার্স মার্কেটে বসার জায়গা নিয়ে হকারদের দুই গ্রুপের উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। দুই পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে। এত সাধারণ ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আসে।

2

 

8

রবিবার (৯ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

2

সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. খোনন ইসলাম জানান, মহানগরের লালদীঘির পাড়ের সামনের কিছু দোকান ভিআইপি উল্লেখ করে সেই দোকানগুলো খালি রাখেন সংগঠনটির সভাপতি রকিব আলী। পরে সেখানে মাছ ও সবজির দোকান বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি হকারদের এক অংশ বাধা দেওয়া হকার ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিয়ার রহমানের সাথে সভাপতি রকিব আলীর ভাগিনা সুমন ও রুমন হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

এ সময় দুই পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে। এত সাধারণ ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আসে।

7

 

সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন সিপন জানান, হকারদের দুই গ্রুপের উত্তেজনার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7