প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : প্রচলিত আছে, বাণিজ্য বসতে লক্ষ্মী।জীবনের স্তরে স্তরে সাফল্যের চিহ্ন এঁকে দিয়ে সাংবাদিক মো. সায়েম ফারুকী সেই লক্ষ্মীটাকেও হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন বহু আগেই।
সমাজসেবা, মানবিকতায় ঔজ্জ্বল্য ছড়িয়ে শিক্ষার প্রসারে যেমন উজ্জ্বল, তেমনি বাণিজ্যেও আজ তিনি সফলতার এক নাম।
চট্টগ্রামে ‘সায়েম ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের আমদানী-রপ্তানী ও ট্রেডিং ব্যবসার গোড়াপত্তন করে ব্যবসা -বাণিজ্যের ভূবনে তিনি পদচারণা শুরু করেন।
সততা, নিষ্ঠা ও দক্ষতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে তিলে তিলে তিনি এ ব্যবসাকে একটি সফল পরিণতির দিকে নিয়ে যান। ‘সায়েম ট্রেড ইন্টারন্যাশনাল’ আজ শুধু একটি নাম-ই নয়, সাফল্যের মাপকাঠিতে আর দশটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার মতো একটি প্রতিষ্ঠান। একদিন, দু’দিন নয়- বছর বছরব্যাপী মেধা-মননে, কঠোর পরিশ্রমে এ প্রতিষ্ঠানের আজ তিনি এক গর্বিত পুরোধা।
এখানেই তিনি থেমে থাকেননি।অদম্য ইচ্ছে শক্তি, প্রচন্ড মনোবল আর কর্মক্ষমতার প্রাবল্যে কিছু দিনের মধ্যেই দেশের গন্ডি ছাড়িয়ে তিনি নিজেকে মেলে ধরেন বিশ্ব বাণিজ্যের বিশাল পরিমন্ডলে। ধীরলয়ে এগোতে এগোতে সেই অপরিসীম গন্ডিতেও তিনি শক্ত অবস্থান তৈরি করে নেন।
আন্তর্জাতিক বাণিজ্য ব্রহ্মান্ডের কর্ণধাররা সানন্দে বরণ করে নিয়ে তাঁকে যোগ্যতম মর্যাদায় অভিষিক্ত করেন।
আজ বিশ্বময় ব্যবসা-বাণিজ্যের বিস্তৃত আঙ্গিনায় তাঁকে ব্যতিরেকে চিন্তা করা বলতে গেলে বেশ দুরূহই।
আচমকা মো. সায়েম ফারুকীকে ‘ডাচ বাংলাে চম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে তিনি অসামন্য সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রাখেন। এরপর তাঁর সিদ্ধহস্ত গড়ে তুলে ল্যাটিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে এখানেও তিনি সাফল্যের স্বাক্ষর রাখেন।
পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনে হাত দেন।
সেখানে তাঁকে সেক্রেটারী জেনারেল পদমর্যাদায় অধিষ্ঠিত করা হয়।
এ চেম্বারটিও ধীরে ধীরে সাফল্যের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে।
ব্যবসাী মহল বলতে শুরু করেছেন, মো. সায়েম ফারুকীর দক্ষ হাত যেখানে পড়ে, সেখানেই সোনা ফলে। এক জনমে একজন মানুষের আর কী পাওয়ার আছে!
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest