প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪
সিলেট24এক্সপ্রেস ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত নবগঠিত ওয়ার্ডের ৫টি সিটি স্যাটেলাইট স্কুলের বস্তি এলাকারহত, দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী।
বই, খাতা, পেন্সিল, মাদুর, স্কুল ড্রেস, জুতা, মোজা ওস্কুল ব্যাগ গত মঙ্গলবার শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সহকারী বস্তি উন্নয়ন কর্মকর্তা সায়মা আক্তার হ্যাপী। শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, রুমি রাণী দাশ, সাবিনা আক্তার, মোছাঃ তানিয়া জান্নাত মাওয়া, রাশেদা খাতুন কলি, রোজিনা বেগম। কমিউনিটি কর্মী শেখর দেবনাথ, নোমান আহমদ, মোঃ আহমদুজ্জামান, রাজেশ দাশ, হেমন রানী দাশ, আব্দুল্লা মোঃ নাঈম, জালাল হোসেন প্রমুখ।—বিজ্ঞপ্তি
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest