প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটে গ্যাস সংযোগ নিবান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডা. ফিরোজা খাতুন (৫০)। তিনি বিসিএস ক্যাডার ছিলেন। আরেকজন হলেন জয়নব (২৫)। তাদের বাড়ি ঢাকা বলে জানা গেছে।বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় দুজন নারী পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। আহত বা নিহতের পরিচয় পরে জানা যাবে।বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম বলেন, গতকাল ৪৫ জনের পর্যটক দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে পাঁচটি গাড়ি নিয়ে কেওক্রাডং ভ্রমণে যায়। কেওক্রাডং ভ্রমণে গিয়ে ফেরার পথে আজ রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুজন নিহত ও দশজন গুরুতর আহত হন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে। দুর্ঘটনায় নিহত দুজন নারী পর্যটকের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।য়ে সুখবর দিলেন ড. মোমেন এমপি
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest