ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম সিলেট এর আয়োজনে “সৃষ্টি ছড়ানো দৃষ্টি” গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম সিলেট এর আয়োজনে “সৃষ্টি ছড়ানো দৃষ্টি” গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক :: ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম সিলেট এর আয়োজনে ২৮ অক্টোবর শনিবার বিকাল ৫ ঘটিকার সময় নাহিদা চৌধুরীর “সৃষ্টি ছড়ানো দৃষ্টি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক উপ-সচিব,লেখক-গবেষক ড. শেখ ফজলে এলাহী বলেন-সাহিত্য সত্য সুন্দর কল্যাণের। যারা এ কাজের সাথে জড়িত তারা সত্যি ভাগ্যবান। আজকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত হয়েছি। লেখিকা নাহিদা চৌধুরীর সৃষ্টি ছড়ানো দৃষ্টি গ্রন্থটি মানুষের কাছে পাঠক প্রিয়তা পাবে বলে বিশ্বাস।

লেখক সংগ্রাহক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে ও কবি শিক্ষক শাহাব আলদীন এর সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মো.রায়হান উদ্দিন, মেট্রোপলিটন ল কলেজে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন ল কলেজ সিলেট এর অধ্যক্ষ এডভোকেট ড.শহীদুল ইসলাম,কবি আজমল হোসাইন,লেখক সিরাজুল ইসলাম, ইতিহাসবিদ ম.কলিম উদ্দিন, লেখিকা নাহিদা চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন,লেখক ও ছড়াকার শাহেদ বীন জাফর,লেখিকার স্বামী হারুণুর রশিদ, কবি হৃষিকেশ রায় শংকর, বাউল কবি আজিজ চৌধুরী,লেখক আবর মিয়া পীর,লেকক মোঃ আতাউর রহমান,লেখক জয়নাল আবেদীন বেগ,শিক্ষক বিমান বিহারী বিশ্বাস,লেখক এবি হাসান রুহেল,কবি সাইফুল আলম পারুল, মরমী কবি মোহাম্মদ বাহাউদ্দিন বাহার,লেখক অলিউর রহমান,সৈয়দ নিয়াজ আহমদ,লেখক আরাফাত মিয়া,লেখক রায়হান হোসেন,ইশা তালুকদার প্রমুখ।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন