১৫০০ কোটি টাকার কমিশন গুজব – সাদরুল

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩

১৫০০ কোটি টাকার কমিশন গুজব – সাদরুল

নিজস্ব প্রতিবেদক : ১৫০০ কোটি টাকার কমিশন গুজবের মোক্ষম জবাব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাঁর প্রতিক্রিয়ায় তিনি বলেন, Northeast News নামক নিবন্ধনবিহীন পোর্টালে চন্দন নন্দী’র নাম ব্যবহার করে আজ একটা প্রতিবেদন করা হয়েছে। সেখানে তিনি ১৫০০ কোটি টাকা কমিশন নেয়ার বিষয়ে তুলে ধরেছেন, যা নিয়ে বিরোধী দলীয় বন্ধুরা দিনভর বিরাট হইচই করছেন।

 

মূলত পলাতক অপরাধী প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট/সিবিআই’র কাছে দেয়া তথাকথিক একটি আংশিক জবানবন্দীর উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনটি করেছেন। তবে এই জবানবন্দীটার সত্যতা যাচাইয়ের কোন উপায় পাওয়া যায়নি।

 

প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, এবার আসুন মূল আলোচনায়, Northeast News আসলে একটা ফরমায়েশি পোর্টাল। প্রচলিত Northeast News Today পত্রিকার নাম ও Domain এর কাছাকাছি নাম রেখে পাঠককে বোকা বানানোর প্রয়াস মাত্র। অনেকটা Bata Shoe নকল করে Beta Shoe তৈরীর মতো। Search Engine এই নামের পোর্টাল খোজে পায় না। কাজেই পোর্টালটির সত্যতায় যথেস্ট সন্দেহ আছে।

 

লেখকের নাম ব্যবহার করতেও ছল চাতুরী করা হয়েছে। মিথ্যা রিপোর্টটির ভিত্তি দাড় করানোর জন্য ভারতের প্রখ্যাত investigative journalist চন্দন নন্দীর নাম ব্যবহার করা হয়েছে। অথচ চন্দন নন্দীর LinkedIn Facebook X Blog কোথাও এই কল্পনা প্রসূত রিপোর্টের উল্লেখ নেই। কাজেই, বলা যায় ১৫০০ কোটি কমিশন নেয়ার খবরটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং গুজব।া ন১৫০০ কোটি টাকার কমিশন গুজবের মোক্ষম জবাব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাঁর প্রতিক্রিয়ায় তিনি বলেন, Northeast News নামক নিবন্ধনবিহীন পোর্টালে চন্দন নন্দী’র নাম ব্যবহার করে আজ একটা প্রতিবেদন করা হয়েছে। সেখানে তিনি ১৫০০ কোটি টাকা কমিশন নেয়ার বিষয়ে তুলে ধরেছেন, যা নিয়ে বিরোধী দলীয় বন্ধুরা দিনভর বিরাট হইচই করছেন।

 

মূলত পলাতক অপরাধী প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট/সিবিআই’র কাছে দেয়া তথাকথিক একটি আংশিক জবানবন্দীর উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনটি করেছেন। তবে এই জবানবন্দীটার সত্যতা যাচাইয়ের কোন উপায় পাওয়া যায়নি।

 

প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, এবার আসুন মূল আলোচনায়, Northeast News আসলে একটা ফরমায়েশি পোর্টাল। প্রচলিত Northeast News Today পত্রিকার নাম ও Domain এর কাছাকাছি নাম রেখে পাঠককে বোকা বানানোর প্রয়াস মাত্র। অনেকটা Bata Shoe নকল করে Beta Shoe তৈরীর মতো। Search Engine এই নামের পোর্টাল খোজে পায় না। কাজেই পোর্টালটির সত্যতায় যথেস্ট সন্দেহ আছে।

 

লেখকের নাম ব্যবহার করতেও ছল চাতুরী করা হয়েছে। মিথ্যা রিপোর্টটির ভিত্তি দাড় করানোর জন্য ভারতের প্রখ্যাত investigative journalist চন্দন নন্দীর নাম ব্যবহার করা হয়েছে। অথচ চন্দন নন্দীর LinkedIn Facebook X Blog কোথাও এই কল্পনা প্রসূত রিপোর্টের উল্লেখ নেই। কাজেই, বলা যায় ১৫০০ কোটি কমিশন নেয়ার খবরটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং গুজব।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন